*** কিছু গুরুত্বপূর্ণ বিষয় (
Fish Sample Collection &
Preparation এর ক্ষেত্রে (Part 1 )
১) Sample Collection এর সময়
সতর্ক থাকতে হবে।
২) Disected parts যেমন
Kidney, Gonad, Muscle, Gill, Liver ভালো ভাবে পৃথক করতে হবে ।
৩) পৃথক করার পর ভাল ভাবে
পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে ।
৪) এরপর কিছুক্ষণ শুকনো
জায়গায় রাখতে হবে যাতে করে সব পানি,রক্ত,ময়লা ভালো ভাবে বের হয়ে যায় ।
৫) পরে Disected parts(Kidney,
Gonad, Muscle, Gill, Liver ) নিয়ে Plastic Pot এ রাখতে হবে।
৬) এরপর Plastic Pot গুলো গায়ে Specific information (Species name,
Location, Date, Disected Parts) লিখে ফ্রিজে এ Normal Temperature রাখতে হবে ।
৭) Anti cutter/ Knife ভালো ভাবে ধুয়ে শুকিয়ে রেখে দিতে হবে যাতে
মরিচা না পরে ।
*** কিছু গুরুত্বপূর্ণ বিষয় ( Fish
Sample Collection & Preparation এর ক্ষেত্রে
(Part 2 )
১) ফ্রিজ থেকে Sample (Plastic Pot) গুলো
নিয়ে বাইরে Normal Temperature এ রাখতে হবে ।
২) কিছু সময় পর Sample (Dissected parts
: Liver, Kidney, Muscle, Gill, Gonad) গুলো বের করতে হবে ।
৩) Sample (Dissected parts : Liver,
Kidney, Muscle, Gill, Gonad) গুলো Mortar and pestle এ নিতে হবে ।
৪) এবার ভালো ভাবে Grinding করতে হবে যাতে করে সম্পূর্ণ Sample (Dissected
parts : Liver, Kidney, Muscle, Gill,
Gonad) একে বারে মিহি গুঁড়া হয়ে যায় ।
৫)
এবার Sample কে আবার Plastic Pot রেখে
আবার ফ্রিজে এ Normal Temperature এ রাখতে হবে ।
৬) পরে Sample Analysis এর জন্য প্রস্তুত
হবে ।
No comments:
Post a Comment